ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজে জি কে সেচ প্রকল্পে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে পাঁচ জন জেলেকে দুইশত টাকা করে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার সাতব্রিজে জিকে সেচ প্রকল্পে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাদেরকে জড়িমানা করা হয়। দন্ডবিধি ১৮৬০এর ১৮৮ ধারা দন্ডের অপরাধে প্রতিটা জেলেকে নগদ ২০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় মাছ ধরায় ব্যবহৃত চায়না অবৈধ জাল জব্দ করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তুরুজ্জাম। এসময় মৎস কর্মকর্তা ও থানা পুলিশ সহযোগিতা করেন। মৎস্য কর্মকর্তা এ টি এম শামসুজ্জামান বলেন, বিশেষ কম্বিং অপারেশনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও জি কে সেচ প্রকল্পে অবৈধ জাল দিয়ে যেসব জেলেরা মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।