নোয়াখালীতে যুবলীগের শান্তি সমাবেশ

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নোয়াখালীতে জেলা যুবলীগের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি সমাবেশ উপলক্ষে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে একটি র্যালী বের করা হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, নাজমুল আলম মঞ্জু, সদস্য সাইফুজ্জামান চৌধুরী সোহাগ, মাইনুদ্দিন সাজুসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নোয়াখালী জেলা যুবলীগ এ কর্মসূচি পালন করে।