আত্রাইয়ে চিন্হিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত ১

প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০২৪ | ১২:১৪ অপরাহ্ন
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামে চিন্হিত সন্ত্রাসীর অতর্কিত ছুরিকাঘাতে আজাদ আলী সরদার (৫৪) নামের একজন গুরুতর ভাবে আহত হয়েছেন। তিনি অত্র এলাকার মৃত বাবু সরদারের ছেলে। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাহাগোলা রেলগেটের উপর এ হামলার ঘটনা ঘটে। আহত আজাদ আলীর স্ত্রী লুৎফুন নাহার জানান, ১৬ অক্টোবর বুধবার বিকেলে আমার স্বামী ষ্টেশন বাজার রেল গেটের উপরে আসা মাত্র বিবাদী মো.সাজু(৫০)পিতা মৃত মোবারক খামারু আমার স্বামীকে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে সাজু সহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী ছুরিকাঘাত করে আমার স্বামী পাঁজরে ও থুতনিতে জখম করে।এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের ছেলে আশিক সরদার জানান, আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বাবার থুতনি ও পাঁজরে গুরুতর জখম হয়েছে । সেখানে কয়েকটি সেলাই করতে হয়েছে। আমি প্রশাসনের নিকট এদের কঠোর শাস্তি দাবি করছি। এ অবস্থায় তাঁর স্ত্রী বাদী হয়ে আত্রাই থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। স্থানীয়দের সুত্রে জানাগেছে সন্ত্রাসী সাজু এর আগেও নানা অপকর্মের সাথে জড়িত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহাবুদ্দিন বলেন আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।