সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতে উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান কোরআন তেলওয়াত করেন।বুধবার ২৩ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহমেদের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।এ মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আরাফাত হোসেন,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজদিখান শাখার সভাপতি শামসুজ্জামান পনির, বালুচর ইউপির চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসনে,কোলা ইউপির চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।