\"এক ডোজ এইচপিভি টিকা নিন,জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন\" এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় জরায়ু মূখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ৭হাজার ৯শত শিশু-কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাসব্যাপী মাইক্রোপ্ল্যান কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিকা দানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই শতাধিক শিক্ষার্থীকে টিকাদানের মাধ্যমে এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন,শালিখা উপজেলা বিএনপির আহবায়ক মুন্সী আনিসুর রহমান মিলটন,সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট এবং আড়পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মমতাজ বলেন,নারীদের অকাল মৃত্যু প্রতিরোধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয় তাই আমি সবাইকে আহ্বান জানাবো দ্রুত নিবন্ধন সম্পন্নপূর্বক টিকা গ্রহণ করতে পাশাপাশি টিকাদানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে তারা যেন উপজেলা স্বাস্থ্য বিভাগের লক্ষ্যমাত্রা কে পূরণ করতে সকল শিশু-কিশোরীকে টিকার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রাখেন। ইতোমধ্যে ৫০শতাংশ শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এসময় বিশেষ অতিথির বক্তব্যে শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুন নিছা বলেন, নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা শুরু হয়েছে যা আগামী ১০কর্ম দিবসের মধ্যে সম্পন্ন করা হবে যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের কে টিকা প্রদান করা হবে এবং তারপরেই ১০বছর থেকে ১৪বছর বয়সী কিশোরী যারা কোন প্রতিষ্ঠানের পড়াশোনা করে না তাদেরকে টিকা প্রদান করা হবে এজন্য আমরা একটি মাইক্রো প্ল্যান কর্মসূচি গ্রহণ করেছি যা আগামী ১৮দিনের মধ্যে সম্পন্ন করা হবে পাশাপাশি যারা এখনো নিবন্ধন করে নাই তাদেরকে নিবন্ধন করার জন্য অনুরোধ জানান তিনি।