সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ২টায় উপজেলা যুবদলের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলা দেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আত্রাই থানা বিএনপির সাবেক সভাপতি, ও নওগাঁ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিগত উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত নেতা মোঃ রেজাউল ইসলাম রেজু । যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন,জাহাঙ্গীর আলম মিঠু,ওবায়দুল হাসান টুটুল, ,সহ আত্রাই থানা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ মো.আল আমিন। বক্তৃতা কালে নেতারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গড়তে আমাদের ঐক্যের প্রয়োজন।ছাত্র জনতার আন্দোলনের ফসল অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে মেনে নেবে না।