শালিখায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৪ | ৮:৫৫ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরা শালিখা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিক,পেশাজীবী,ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সোমবার (২৪ অক্টোবর)সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেসা,উপজেলা ইউডিএফ মোঃ ইবাদ আলী, উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মুন্সী আনিসুর রহমান মিলটন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের আমির মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ওসমান গনি সাইফী, আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ শাকিল,শালিখা ইউপি চেয়ারম্যান হোসাইন সিকদার,আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল,গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন, সাংবাদিক আবু জাফর লালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ দখল, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদক, সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শালিখা উপজেলার বিভিন্ন সমস্যার সম্ভাবনা উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮শ ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।