কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটকৃত মাদক ব্যাবসায়ী ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকার মাহাবুল আলমের স্ত্রী শিল্পী খাতুন (৪০)। কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান. সোমবার সকালে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকার মাহাবুল আলমের বাড়িতে যৌথ বাহিনী ঘেরাও করে। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান ও কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহাবুল আলমের বাড়ি থেকে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ মহিলা মাদক ব্যাবসায়ী তার স্ত্রী শিল্পী খাতুনকে আটক করে। মাদক ব্যাবসায়ী মাহাবুল আলম পালিয়ে যায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ মহিলা মাদক ব্যাবসায়ী শিল্পী খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আসামী কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#