হিজবুল্লাহ প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন শেখ নাঈম কাসেম। একইসঙ্গে চলমান যুদ্ধে যুদ্ধবিরতির দরজাও খোলা রয়েছে বলেছেন তিনি। হিজবুল্লাহর হামলার ভয়ে নিজের জীবননাশের আশঙ্কা করছেন নেতানিয়াহু। এমন দাবি করেছেন নাঈম কাসেম। সশস্ত্রগোষ্ঠীটির নতুন প্রধান আরো বলেছেন, বক্তৃতাকালে একজন ইসরাইলিই একদিন নেতানিয়াহুকে হত্যা করবে। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। বুধবার নিজের প্রথম টেলিভিশন ভাষণে কাসেম বলেন, ‘শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটা যাবে না এবং প্রতিরোধ শক্তিশালী হবে’। গত ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। কিন্তু ওই হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। নাঈম কাসেম আরো বলেন, ‘আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত তার সময় এখনও আসেনি।’ ‘সম্ভবত একজন ইসরাইলি তাকে হত্যা করবে, সম্ভবত তার বক্তৃতার সময়।’ ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ আমাদের নিশ্চিত করেছে যে নেতানিয়াহু খুবই ভীতসন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি’। এর আগে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাঈম কাসেমের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেন, নাঈম কাসেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না।