পাঠদান না করে ৩ বছর ধরে বেতন তুলছেন আ.লীগ নেতা

প্রকাশিতঃ নভেম্বর ৩, ২০২৪ | ১১:৪২ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

খাগড়াছড়ির পানছড়িতে তিন বছরের বেশি সময় ধরে বিদ্যালয় না গিয়েও বেতন উত্তোলন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। মাঝে মাঝে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেখা গেলেও তিনি কোনো শ্রেণি পাঠদানে অংশ নেননি। তিনি উপজেলার পুজগাঙ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বছরের পর বছর শিক্ষার্থীদের পাঠদান না করে বেতন উত্তোলন করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক সংসদ-সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বিজয় কুমার দেব ১৯৯৪ সালের দিকে পুজগাঙ উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। তিনি প্রতি মাসে সরকারি কোষাগার থেকে ৩২ হাজার ৩শ ৯০ টাকা বেতন উত্তোলন করেন। তবে তিনি কৃষি বিজ্ঞানের শিক্ষক হলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে বিদ্যালয়ের নিয়মিত পাঠক্রমে অংশ নেয় না। ২০১৯ সালে তিনি পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানে তিনি অতিথি হিসেবে অংশ নিতেন। সরজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দেওয়ালে টানানো সেশন রুটিনের শিক্ষক হিসেবে বিজয় কুমার দেবের নাম থাকলেও তাকে কোনো পাঠ্যক্রমে যুক্ত করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা বলেন, ‘আমার জানা মতে তিনি ফ্যাসিস্ট সরকারের একজন নেতা ছিলেন। আমরা বারবার শোকজ করলেও দাপট দেখিয়ে তিনি স্কুলে আসতেন না। দলীয় প্রভাব খাটিয়ে বেতন উত্তোলন করেন।’ পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা, ‘আমি যতবার বিদ্যালয়ে গেছি তাকে (বিজয় কুমার দেব) একবারও পাইনি।