মাগুরার শালিখায় লেভেলবিহীন পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না রাখা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এবং পণ্যে পাটজাত মড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুসারে তিনজন মূদি দোকানী ও চার জন চাউল ব্যবসায়ীকেসহ মোট সাত ছন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন আবু হেনা ২ হাজার, উদয় সাহা ২ হাজার , ছুরমান মোল্যা ৫ শ, প্রকাশ সাহা ১ হাজার, আলামিন ৫ শ, মুকুল ২ হাজার, চিন্তাহরণ সাহা ২ হাজার টাকা। রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ক্যাপটেন মেহেদী হাসান,শালিখা উপজেলা উপ: সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাবিবুর রহমান, উপজেলা সহ:পাট উন্নয়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন,শালিখা উপজেলা প্রসেস সার্ভার অলিয়ার রহমান,শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রেজাউল ইসলামসহ আনসার সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন,বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আমাদের অভিযান পরিচালনা করা হয় এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না রাখা,পণ্যের লেভেল না থাকা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে সাত জন মূদী দোকানী ও চাউল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা হয় এরুপ অপরাধের আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।