প্রথম বাংলাদেশী মহিলা এলি পাল সফলভাবে ম্যারাথন শেষ করেছেন

প্রকাশিতঃ নভেম্বর ৪, ২০২৪ | ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

প্রথম বাংলাদেশী-আমেরিকান মহিলা এলি পাল (ডাঃ কণিকা পাল বোস) রবিবার ৩রা নভেম্বর ২০২৪ নিউইয়র্ক ম্যারাথনে অংশ এবং সফলভাবে শেষ করেন। ২৬.২ মাইলের এ ম্যারাথন শুরু হয় সকাল ৯টায় স্টাটেন আইল্যান্ডে এবং শেষ হয় বিকাল ৪টা ৩০মিনিটে সেন্ট্রাল পার্কে (টেভার্ন অন দি গ্রীন রেস্তোরাঁর পাশে)। এলি গত এক বছর ধরে এজন্যে প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে তিনি সাফল্যের সাথে তা শেষ করেন।এলি তিন সন্তানের জননী এবং একজন সফল গ্যাস্ট্রোএন্টারোলোজিস্ট। ইতিপূর্বে ২০২২-র অক্টবরে এলি ‘হাফ ম্যারাথন’ অর্থাৎ ১৩.১মাইল দৌড়ে সফলভাবে অংশ নিয়েছেন। এলি তার প্রয়াত দাদা ডাঃ কনিস্ক পাল’র স্মরণে এ কঠিন ম্যারাথনে অংশ নেন। এলি পাল বাংলাদেশ পূজা সমিতির উপদেষ্টা ডাঃ প্রদীপ পালের কন্যা।