শালিখায় সেনাবাহিনী ও প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিতঃ নভেম্বর ৬, ২০২৪ | ৪:৪৫ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার শালিখায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কাত্যায়ানী পূজা মন্ডপ পরিদর্শন। বুধবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার আড়পাড়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী কাত্যায়ানী পূজা মন্ডপ পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, মেজর জিল্লুর রহমান,ক্যাপ্টেন মেহেদী হাসান, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া। এসময় উপজেলা আনসার ও ভি ডি পি কর্মকর্তা মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিতান চন্দ্র বিশ্বাস, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ রায়,পূজা আয়োজক কমিটির সভাপতি মনমোহন অধিকারী, সেক্রেটারি সুমন বিশ্বাস, আয়োজক কমিটির সদস্য বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা পূজা আয়োজক কমিটির কাছে পূজা মন্ডপের বিষয়ে খোঁজখবর নেন ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবারে উপজেলায় সাতটি ইউনিয়নের আড়পাড়া ২ টি, তালখড়ি ৬ টি, ধনেশ্বরগাতী ৫ টি,শালিখা ১টি, শতখালী ৪ টি, বুনাগাতী ৩ টি সহ মোট ২১ টি পূজা মন্ডপে শ্রীশ্রী কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হবে।