শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া কানুদার খাল সংলগ্ন উপজেলা পরিষদ ইকোপার্ক ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নাম ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদ ইকোপার্ক ও বৃক্ষরোপন কর্মসূচির শুভউদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম উপজেলা পরিষদ ইকোপার্কে একটি লিচু গাছের চারা রোপন করেন, এরপর তিনি আমন্ত্রিত অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে ইকোপার্কটি ঘুরে ঘুরে দেখেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক, উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ ওলি মিয়া অফিসার ইনচার্জ শালিখা থানা, মুন্সি মোঃ আনিচুর রহমান মিল্টন সভাপতি উপজেলা বিএনপি, মনিরুজ্জামান চকলেট সাধারণত সম্পাদক উপজেলা বিএনপি ও ইকোপার্ক পরিচালনা কমিটির সিনিয়র সদস্য, মোঃ আরজ আলী বিশ্বাস ইউপি চেয়ারম্যান আড়পাড়া, মোঃ হোসাইন শিকদার ইউপি চেয়ারম্যান শালিখা, সিরাজ উদ্দিন মন্ডল ইউপি চেয়ারম্যান তালখড়ী, অধ্যাপক লিয়াকত আলি শিকদার নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা, মাওলানা মোঃ হাসিবুল ইসলাম ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখা,আব্দুর রব মিয়া সভাপতি শালিখা প্রেস ক্লাব,ফারহান ইসলাম সাকিল ছাত্র প্রতিনিধি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউডিএফ ইবাদ আলি, মুন্সী নয়নুজ্জামান আহবায়ক উপজেলা যুবদল, ফারদিন সুমন সহ-সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্রদল, সুজায়েত হোসেন সভাপতি উপজেলা ছাত্রদলসহ উপজেলায় কর্মরত সরকারি- বেসরকারি পদস্থ কর্মকর্তা বিন্দু, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।