নওগাঁয় সুমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ।নওগাঁয় সুমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ।

প্রকাশিতঃ নভেম্বর ১৯, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ন
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী

নওগাঁর পত্নীতলায় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের কিছুক্ষণ পর সুমন হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টানা দেড় ঘণ্টা বিক্ষোভের পর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও অফিসার ইনচার্জ ( ওসির) উপস্থিতিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা মারুফ মোস্তফা, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আকতার ফারুক ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, রোববার রাতে সুমনকে ধাওয়া দিয়ে সুপরিকল্পিতভাবে কারা হত্যা করেছে। সেটা মারা যাবার আগে সুমন বলে গেছে। এরপরও সুমনের পরিবার থানায় মামলা দিতে গেলে পুলিশ হয়রানি করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা বুলবুলসহ জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।