রাজশাহী জেলার মোহনপুরে বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত বিদ্যাধরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ শে নভেম্বর উপজেলার লালইচ গ্রামের মৃত কফিতুল্লাহ এর ছেলে আবুল হোসেন (৫০) দুপুর আনুমানিক ১ টায় সময় হিরো হোন্ডা (১০০ সিসি অন টেস্ট) মোটরসাইকেল যোগে রাজশাহী হতে লালইচ গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত বিদ্যাধরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ গামী পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা একজন মহিলা রাস্তা পারাপারের সময় ভিকটিমের মোটরসাইকেলের সামনে পড়ে। মহিলাকে বাঁচাতে গিয়ে ভিকটিম আবুল হোসেন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৪ টা ১০ মিনিটের দিকে মৃত্যুবরণ করে। এবিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, মৃতদেহের সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং তদন্ত চলমান।