ঢাকার সমাবেশে যোগ যাওয়ার পথে অনিক পরিবহণে অভিযান চালিয়ে ১৫ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে হবিগঞ্জ থেকে অনিক পরিবহণের বাসে ঢাকার সমাবেশে যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্বপাড় থেকে তাদের আটক করা হয়। কামরুল ও শিউলি নামে দুইজন তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। আটকরা হলেন- নাজমা, রাহিমা, পাপিয়া, সালমা, হাজেরা, খাইরুন, রুবিয়া, লাইলী বেগম, লাভলী, সাথী আক্তার, মিনা বেগম, রুবিনা আছমা, মরিয়ম ও খুকি আক্তার। তাদের বয়স ২০ বছর থেকে ৩৫ বছর। পুলিশ জানায়, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে সংগঠনটি সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার কথা জানিয়েছিল। তবে এ ধরনের কোনো সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। সে কারণে সকাল থেকেই রূপগঞ্জ থানা পুলিশ সুলতানা কামাল সেতুর মুখে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনিক পরিবহণে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, তাদের খোঁজ নেওয়া হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।