চাঁদপুরের মতলব দক্ষিণে ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন\' এই প্রতিপাদ্য ‘ বিষয় সামনে রেখে ৩য় বারের মতো পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস-এর সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সিকান্দার আবু জাফরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী,উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপাদি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রধান, মতলব পৌর শ্রমিক লীগের সভাপতি আল-মহসিন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।