আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে শালিখায় বিক্ষোভ

প্রকাশিতঃ ডিসেম্বর ১, ২০২৪ | ১০:১৫ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, লেগেছেরে জেগেছে, রক্তে আগুন লেগেছে নানাবিধ শ্লোগাকে মাগুরার শালিখায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যার বিচার ও চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক হত্যা ও ইসকনকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল গেইট থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক স্ব স্থানে গিয়ে শেষ হয়। আজ শনিবার বিকালে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন এদের ঠিকানা এই বাংলায় হবে না। সারা বাংলাদেশে ইসকনের যতগুলো সংগঠন আছে তা বাতিল করতে হবে পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের জোর দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্র প্রতিনিধি মোঃ রকিবুল ইসলাম রাকিব, উপজেলা ছাত্র প্রতিনিধি নাঈম মুন্সি,ফারহান ইসলাম শাকিল, ছাত্রদল নেতা রিদওয়ান হোসাইন সোহান,উপজেলা ছাত্র দল নেতা মুন্সি আবুল হাসনাত হিমেল, ছাত্রদল নেতা নাফিউর রহমান,ছাত্রশিবিরের মানব সম্পদ বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম বিশ্বাস প্রমুখ।