দু\'দিন বাদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রিও ক্রমশ বাড়ছে। তার মধ্যেই আল্লুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে আল্লু তার অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘আমার কোনো অনুরাগী নেই। আমার একদল সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে থাকেন।’ অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত। অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায় হায়দরাবাদের জহর নগর থানায় অভিযোগ দায়ের করেন শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি। তিনি গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি। অবিযোগ পত্রে বলা হয়েছে, ‘সেনারা সম্মানীয়। তারা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি (আল্লু অর্জুন) আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’ অভিযোগ দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত আল্লুর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস।