হরিণাকুণ্ডুতে ৩৩তম আন্তর্জাতিক ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিতঃ ডিসেম্বর ৩, ২০২৪ | ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিশ্বজুড়ে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হলো। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে \'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ঝিনাইদহ ইশারাভাষী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ র‍্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সমাজসেবা অফিসের সামনে থেকে একতারা মোড় প্রদর্শিত হয়ে উপজেলা দোয়েল চত্ত্বরে শেষ হয়। আলোচনা সভা ও র‍্যালিতে অংশ গ্রহণ করে উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাবৃন্দ৷ সমাপ্ত বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি আলমগীর কবীর, সে তার ইশারায় সরকারের কাছে দাবি রাখেন প্রতিবছর আমাদের এই প্রোগ্রামটা যেন সরকারী ভাবে পালন করা হয় প্রতিটি জেলা, উপজেলাতে।