শালিখায় দুই শতাধিক পথচারীর মাঝে কাপড়ের ব্যাগ বিতরণ

প্রকাশিতঃ ডিসেম্বর ৫, ২০২৪ | ১১:১৩ অপরাহ্ণ
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনের জন্য কাপড়ের তৈরি বাজারের ব্যাগ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে শালিখা উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে কাপড়ের তৈরি বাজারের ব্যাগ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রথম দিনেই দুই শতাধিক পথচারীর হাতে কাপড়ের তৈরি বাজারের ব্যাগ তুলে তিনি। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ইবাদ আলী, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া প্রমুখ। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন,পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে কাপড়ের তৈরী ব্যাগ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি আর এই কাজকে দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে শালিখা উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২০ জন উপকারভোগী মহিলাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ-পূর্বক সেলাই মেশিন দেয়া হবে যে মেশিনের মাধ্যমে কাপড়ের তৈরি শপিং ব্যাগ তৈরি করা হবে যা সাধারণ জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে। পাশাপাশি প্রত্যেককে পলিথিন ব্যাগ পরিত্যাগপূর্বক কাপড়ের তৈরি বা পাটজাত বাজারের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান তিনি।