হরিনাকুণ্ডুতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে নেতিবাচক প্রভাব ও প্রতিকার শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক উজ-জামানের সভাপতিত্বে এবং গনমাধ্যম কর্মী মাহবুব মুরশেদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে আর্টিক্যাল উপস্থাপন করেন সফটওয়্যার ডেভেলপার ও ডেইলি সফট্ টেক এর ম্যানেজিং ডিরেক্টর শাহিনুর রহমান। মতবিনিময় সভায় উপজেলার দেড় শতাধিক প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ প্রধানসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষদের মধ্যে মোক্তার আলী, রবজেল হোসেন, মাও আসাদুজ্জামান, আবুল কাশেম ও শহিদুল ইসলাম, প্রভাষক মাসুদ পারভেজ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহীন সিরাজ, প্রধান শিক্ষকদের মধ্যে মাসুদুল হক টিটু, নিয়ামত আলী, তাছলিমা খাতুন, জামাল উদ্দীন, সিরাজুল ইসলাম প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন মোয়াজ্জেম হোসেন, আব্দুল মজিদসহ শিক্ষকবৃন্দ। সময়োপযোগী মতবিনিময় অনুষ্ঠানটিতে প্রধান শিক্ষকগন তাদের সুচিন্তিত পরামর্শ উপস্থাপন করেন। আলোচিত অ্যাপস্ টি সুলভে ব্যাপকভাবে ব্যবহার উপযোগী করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়।