ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে মোঃ নবির হোসেন (২৮) ও গৌরীপুর গ্রামের মাহাবুব মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৩৪) দ্বয়\'কে ২০ পিচ ইয়াবা সহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার মহম্মদপুর থানার এস আই মামুন ও এস আই কামরুল সঙ্গীয় সদস্যদের নিয়ে ১৫ ডিসেম্বর রবিবার রাতে উপজেলা সদরের পাঁচ রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। দেহ তল্লাশি করে নবীর হোসেন ও জুয়েল মোল্লার নিকট থেকে বিশ পিস ইয়াবা উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।