এসকে সিনহা ও তার ভাইয়ের বাড়ি-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান গত ২০ ফেব্রুয়ারি এ আদেশ দেন। আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আমিনুল ইসলাম বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও সেখানকার বাড়ি জব্দের আবেদন করা হয়েছিল। এরপর আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাদের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের করার আদেশ দিয়েছেন। পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, জব্দের আদেশটি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদেশটি স্বাক্ষরের পর সেটা ইংরেজিতে লিখে বিদেশে পাঠানো হবে। সেখানে ইন্টারপোল, এফবিআই বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিচারপতি এসকে সিনহার তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় গত বছরের ৩১ মার্চ তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন যুক্তরাষ্ট্রে এসকে সিনহার জন্য তিনতলা একটি বাড়ি কেনেন তার ভাই অনন্ত কুমার সিনহা, যার দাম দুই লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার = ৮৬ টাকা ধরলে) এর পরিমাণ দুই কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।