চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় মামলা

প্রকাশিতঃ ডিসেম্বর ২৫, ২০২৪ | ৬:৪২ পূর্বাহ্ন
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাহাজে খুনের ঘটনায় মঙ্গলবার বিকালে সাতটি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগিনা জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানী নড়াইল লোহাগড়ের আমিনুল মুন্সী (৪০), জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুর এলাকার মো. মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড় এলাকার জাহাজের ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন মোল্লা (৪০) ও মুন্সিগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)। এদিকে সাত খুনের ঘটনায় লঞ্চের মালিকদের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। মাহবুব মোরশেদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।