২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল তানভীর হাসানের ছবিটি। তবে তারিখ পিছিয়ে নতুন বছরের প্রথম সপ্তাহে ‘মধ্যবিত্ত’ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। মধ্যবিত্ত মানুষের জীবনবৃত্তান্ত নিয়ে গল্পের ছবিটি মুক্তি পাবে ৩ জানুয়ারি। অভিনয়ে আছেন প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মি, ওমর মালিক, শিশির সরদার, সমু চৌধুরীসহ আরো অনেকে। এরই মধ্যে ছবির ট্রেলার, গান ও অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। এখন চলছে হল বুকিংয়ের কাজ। তানভীর হাসান বলেন, ‘ডিসেম্বরে অনেক ছবি মুক্তি পেয়েছে। একেক সপ্তাহে দু-তিনটি ছবিও এসেছে। ভিড়ের মধ্যে ছবিটি মুক্তি দিতে চাইনি। প্রযোজক সমিতিতে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, ৩ জানুয়ারি অন্য ছবি মুক্তি পাচ্ছে না। তাই তারিখটি চূড়ান্ত করলাম। বছরের প্রথম ছবি হিসেবে আলোচনায়ও থাকবে আবার দর্শকও দেখবে, এই আশা করছি।