মাগুরা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। ২৯ ডিসেম্বর রোববার তিনি পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ অফিস ও হাজরাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে ইছাখাদা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি হাজরাপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাজরাপুর আশ্রয়ণ কেন্দ্র ও একটি বাড়ি একটি খামার সমিতির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাজরাপুর আশ্রয়ণ কেন্দ্রে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি হাজীপুরে অবস্থিত ডা. লুৎফর রহমান অডিটরিয়াম ও লাইব্রেরি পরিদর্শন শেষে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন শেষে তিনি উপজেলায় গৃহীত ইনোভেশন কার্যক্রম ও উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।পরে তিনি ভূমি অফিস প্রাঙ্গণে গাছ রোপণ করেন।