মাগুরা ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিতঃ ডিসেম্বর ৩০, ২০২৪ | ৫:১৩ অপরাহ্ন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। ২৯ ডিসেম্বর রোববার তিনি পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করে রুমের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ অফিস ও হাজরাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে ইছাখাদা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি হাজরাপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাজরাপুর আশ্রয়ণ কেন্দ্র ও একটি বাড়ি একটি খামার সমিতির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাজরাপুর আশ্রয়ণ কেন্দ্রে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি হাজীপুরে অবস্থিত ডা. লুৎফর রহমান অডিটরিয়াম ও লাইব্রেরি পরিদর্শন শেষে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন শেষে তিনি উপজেলায় গৃহীত ইনোভেশন কার্যক্রম ও উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।পরে তিনি ভূমি অফিস প্রাঙ্গণে গাছ রোপণ করেন।