আনার হত্যা মামলা ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল

প্রকাশিতঃ ডিসেম্বর ৩১, ২০২৪ | ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ঝিনাইদহ-৪ আসনের সবেক সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন আদালত। ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে। সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন। গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।