লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় আয়েশা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মৃত সফিউদ্দীনের স্ত্রী। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি নওগার শান্তাহার রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় আয়েশা খাতুন ভুট্টা ক্ষেতে কাজ শেষে রেললাইন পাড় হয়ে বাড়ি ফিরছিলেন। ওই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরিবার লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়াও লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে বিষয়টি জানানো হয়েছে।