বিপিএলের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগে এবার ভাঙচুর, আগুন

প্রকাশিতঃ জানুয়ারী ৩, ২০২৫ | ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিপিএলের শুরুতেই টিকিট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিপিএলের প্রথম ম্যাচের দিন এক দফা ভাঙচুরের পর বৃহস্পতিবারও ঘটল একই ঘটনা। এবার একটি টিকিট বুথে আগুনও দেওয়া হয়। দর্শকদের অভিযোগ অনলাইন ও বুথে টিকিট না পাওয়া গেলেও ২০০ টাকা দামের টিকিট গেইটে বাইরে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। নির্দিষ্ট দামে টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা দুপুর ১২টার দিকে ৫ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটে সুমিংপুল এলাকায় আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন প্বার্শবর্তী ভবন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পুলিশ ও সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় এলাকার। পরে পুলিশের কাছে দর্শকরা অভিযোগ করে বলে, বুথে টিকিট না থাকলেও ব্ল্যাক মার্কেটে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছিল। এই অনিয়মের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ। বিপিএল শুরুর আগ থেকেই টিকিট বিতরণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিসিবির অস্বচ্ছতা এবং পরিকল্পনার অভাবের কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। আগে অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত বদলে যায়। এর ফলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তারা টিকিট কিনতে অসুবিধায় পড়ে। এই ঘটনা বিপিএলের ইতিহাসে কলঙ্কজনক। বিসিবির উচিত এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।