বুধবার সকাল থেকে মিরপুর ১০ স্টেশনে থামবে মেট্রোরেল

প্রকাশিতঃ মার্চ ১, ২০২৩ | ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০ চালু হচ্ছে বুধবার। স্টেশনটি থেকে যাত্রীরা উঠানামা করতে পারবেন। উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোলাইনের (এমআরটি-৬) দিয়াবাড়ী-আগারগাঁও অংশ গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন থেকে এই দুই স্টেশনের মধ্যে বিরতিহীন ট্রেন চালু হয়। পরে চালু হয় পল্লবী ও উত্তরা সেন্টার স্টেশন। ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ী-আগারগাঁও অংশে স্টেশন ৯টি। আগামী ২৬ মার্চের মধ্যে উত্তরা সাউথ, মিরপুর ১১, শেওড়াপাড়া, কাজীপাড়া স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, পর্যায়ক্রমে এই চারটি স্টেশন চালু করা হবে। এর মাধ্যমে দিয়াবাড়ী-আগারগাঁও অংশের ৯টি স্টেশনই সচল হবে। তিনি আরও বলেন, মিরপুর ১০ স্টেশন জনবহুল এলাকায়। যাত্রীর চাপ হবে জেনেই পরিকল্কনা অনুযায়ী জনবল প্রস্তুত রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টায় যাত্রী পরিবহন শুরু হবে। সকাল ৮টা থেকে স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা।