মাগুরায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশিতঃ জানুয়ারী ৯, ২০২৫ | ৯:৫৪ পূর্বাহ্ন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

বুধবার ০৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, মাগুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিট কর্তৃক ‘ট্রেইনিং অব ট্রেইনার্স অন ফাস্ট এইড’ বিষয়ে আয়োজিত ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, যেকোন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসাসেবা মানুষের জীবন বাঁচাতে পারে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীগণ অর্জিত বাস্তবিক জ্ঞান কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন এমন প্রত্যাশা করেন তিনি।