কুমিল্লা তিতাস উপজেলা কড়িকান্দি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিতঃ জানুয়ারী ১১, ২০২৫ | ১০:১৫ অপরাহ্ন
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার বিকাল বন্দরামপুর ভূমি অফিস সংলগ্ন মাঠে বন্দরামপুর গ্রামের ৪ ও ৫নং দুইটি ওয়ার্ডের আলোচনা সভায় সভাপতিত্বে করেন কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহর মুন্সী উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তিতাস উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাদেক হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজ্বী আলী হোসেন মোল্লা কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব তোফায়েল হোসেন খান,বিএনপির নেতা মোহাম্মদ জুয়েল সিকদার প্রমূখ। কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী হাসান মোল্লার সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ভূইয়া,ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান যুগ্ম আহবায়ক আবুল কাশেম সদস্য ওহিদ উল্লাহ, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন শাকিল, বিএনপির নেতা জহির মোল্লা,বাতেন ভূইয়া, আনিসুল রহমান আজিম, মাসুদ রানাসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত সম্মেলনে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে চারজন প্রার্থী হয় তারা হলেন হালিম সরকার,শাহবাজ খন্দকার আল-আমিন খন্দকার, মাসুদ রানা।সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হয় তারা হলেন আলাউদ্দিন, নজরুল ইসলাম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দুইজন প্রার্থী হয় তারা হলেন মো.রমজান আলী মো.সফর আলী সাধারণ সম্পাদক পদে দইজন প্রার্থী হয় তারা হলেন সুরুজ মিয়া খান মো.কবির হোসেন সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী তারা হলেন মো.নাছির উদ্দিন মো.ফারুক মোল্লা।