কুষ্টিয়া জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কর্তিক আয়োজিত মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ২০২৫ ও বিশ্ব ইসলামি মহা সম্মেলন এর দাওয়াতি মিশনের অনুষ্টান আজকে কুষ্টিয়া জেলা কাস্টম মোড় সুইমিংপুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত মিশনে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম (রবি)। এছাড়া উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বৃন্দ। মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব রওশন আলী মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জনাব শেখ আরাফাত হোসেন (জনি)। এ সময় কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামি ৮,৯,১০,১১ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে ফরিদপুর জেলা সদরপুর বাইশ রশি বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়ে। এবং অনুষ্ঠান শেষে দেশ বাশীর জন্য দোয়ার আয়োজন করা হয়। এছাড়া আগত মেহমানদের মাঝে তোবারক বিতরণ করা হয়ে।