শালিখায় ১১৩ তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

প্রকাশিতঃ জানুয়ারি ১৮, ২০২৫ | ১০:৫৩ পূর্বাহ্ণ
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরা জেলার শালিখা উপজেলার মধুখালীতে ১৭ই জানুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ১১৩ তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্টিত হয়েছে। মধুখালী উত্তরপাড়া-সিমুলীয়া মাঠের লিটন এর বাড়ীর সামনে থেকে ইমারত সর্দারের বাড়ি পর্যন্ত এ ঘৌড়দোড় অনুষ্ঠিত হয়েছে।মধুখালী গ্রামের মেলা উদযাপন কমিটির প্রতি বছরের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজারো মানুষ।মাঠের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে লাল, কালো, সাদাসহ ছোট-বড় অনেক ঘোড়া, নড়াইল, বাঘারপাড়া, মাগুরা, যশোর এলাকার ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকেরা। ঘোড়ার এক আরোহী নাসির হোসেন জানান, নওগাঁ থেকে ঘোড়া নিয়ে এখানে এসেছেন। পুরস্কার জয়ের জন্য নয়, শখের বসেই ঘোড়া দৌড়ে অংশ নেন তিনি। ঘোড়দৌড় দেখতে আসা ইমরান বলেন, অনেক দিন আগে ঘোড়দৌড় দেখে ছিলাম। এখন আর কোথাও ঘোড়দৌড় হয় না। এ আয়োজন দেখতে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসেছেন। এ প্রতিযোগিতা দেখতে খুবই ভালো লাগছে। আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকেরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ছোট-বড় মোট ১৬টি ঘোড়া অংশগ্রহণ করেছে।রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শেষ হবে। এ উৎসবকে ঘিরে এলাকার সকল আত্মীয়দের নিমন্ত্রণ দেওয়া হয়। যে কারণে মেলাকে ঘিরে মেলার ২-৩ দিন আগে এবং দুই তিন দিন পর পর্যন্ত ঐ অঞ্চল থাকে উৎসব মুখর।