মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে দুইশতাধিক অসহায় গরীব ও শীতার্তদের মাঝে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ-দপ্তর সম্পাদক ইমদাদুল হক, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য নাজনীন বেগম, সব্দালপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।