আত্রাইয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ জানুয়ারি ১৯, ২০২৫ | ১০:৩৪ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাই য়ে উপজেলা বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যগে জানুয়ারি ১৯, ২০২৫, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আত্রাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত৷ রোববার (১৯জানুয়ারি) বিকেল বেলা উপজেলার রেজিস্ট্রী অফিস সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মহফিলে নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু র দিক নির্দেশনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক, মো.তছলিম উদ্দিন,বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সৌরভ, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো.মুঞ্জুরুল আলম,সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রকেট সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং স্থানীয় স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ জিয়া পরিবার ও দেশবাসীর জন্য এবং ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যত্থানে নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।