২০২২ সালে রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন, বিক্ষোভ, পরীক্ষা ও দ্বন্দ্বের মতো প্রেক্ষাপটে রেকর্ড সংখ্যক দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৩৫টি দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বাধিক। খবর- আল-জাজিরা। বিশ্বের অন্তত ৭০টি সংস্থা নিয়ে গড়ে ওঠা ডিজিটাল রাইটস গ্রুপ অ্যাক্সেস নাও পরিচালিত #কিপইটঅন ক্যাম্পেইন-এর তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে গত বছর ১৮৭ বার ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। সবচেয়ে বেশিবার ব্ল্যাকআউট হয়েছে ভারতে। দেশটিতে ২০২২ সালে কমপক্ষে ৮৪ বার এ ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচবার দেশটি ইন্টারনেট ব্ল্যাকআউটে শীর্ষে রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী দেশটিতে ২২ বার ব্ল্যাকআউটের ঘটায়। এছাড়া ইরান দেশজুড়ে বিক্ষোভের সময় ১৮ বার এ ঘটনা ঘটে। ২০২০ সাল থেকে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে এবং ২০২১ সাল থেকে মিয়ানমারে দীর্ঘতম ব্ল্যাকআউট রেকর্ড করা হয়েছিল। অ্যাক্সেস নাও-এর #কিপইটঅন ক্যাম্পেইন ম্যানেজার ফেলিসিয়া অ্যান্থনিও বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তাদের নিপীড়নের এজেন্ডা পূরণে ইন্টারনেটকে ব্যাহত করেছে।