শালিখায় পার্চিং কার্যক্রমের পরিকল্পনা ও শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ

প্রকাশিতঃ মার্চ ১, ২০২৩ | ৪:৪৯ অপরাহ্ন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

যেখানেই ধানের গাছ, সেখানেই গাছের ডাল এই প্রতিপাদ্যে মাগুরা জেলায় একযোগে পার্চিং কার্যক্রমের পরিকল্পনা ও শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১মার্চ (বুধবার) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন মাগুরার আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার ব্যবস্থাপনায় শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল আব্দুল কাদের, সুফি মোঃ রফিকুল ইসলাম জেলা কৃষি অধিদপ্তর উপ-পরিচালক খামার বাড়ী মাগুরা, শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা সহকারি কমিশনার ভূমি, উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন,মোঃ শাহিনুজ্জামান কৃষি সম্প্রসারণ অফিসার শালিখা উপজেলা, ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, দরিশলই কৃষি সমিতির সাধারণ সম্পাদক ব্রজেন বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন, এসময় প্রধান অতিথি মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলায় আমি আশার পর এই প্রথম পার্চিং এর উদ্যোগ নিয়েছি৷ যাতে করে কিটনাশক মুক্ত ফসল ফলাতে পারি৷ পার্চিং এর উপকারিতা হলো কিটনাশকের ব্যবহার কমবে,পরিবেশ দূষণ হ্রাস পাবে,মানব স্থাস্থ ঝুকি কমবে, ফসল উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে৷ আমি জেলার সকল কৃষক ভাইদের আহবান করবো যে প্রত্যেকটা ফসলি জমিতে আপনারা গাছের ডাল পুতে রাখবেন৷ যাতে করে প্রকৃতির পাখি গুলো সেখানে বসে ক্ষতিকর পোকামাকড় খেতে পারে৷এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে৷