হরিণাকুণ্ডুতে মরহুম শহিদুল ইসলাম (শহীদের)- এর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫ | ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পৌর বি.এন.পি\' র সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, মরহুম শহীদুল ইসলাম শহীদে- এর আত্মার মাগফিরাত কামনায় সোমবার (৩ ফেব্রুয়ারী ) বিকাল ৫টায় হরিণাকুণ্ডু উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরিণাকুণ্ডু উপজেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা বিএনপির সদস্য জমির উদ্দীন মোল্লার সভাপতিত্বে হারুন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ২ আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের কনিষ্ঠ পুত্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনিত প্রার্থী ও , কেন্দ্রীয় ড্যাব এর সদস্য ডাঃ ইব্রাহীম রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ইয়াকুব হোসেন মন্ডল, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির তরুন নেতা আবুল কাসেম মাস্টারসহ জেলা,উপজেলা,পৌর,ও ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ।আলোচনা শেষে মরহুমের কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।