মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫ | ৯:১২ পূর্বাহ্ণ
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই! মাগুরা জেলা প্রশাসন এর উদ্যোগে এবং মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে \"তারুণ্যের উৎসব ২০২৫\" উপলক্ষে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান সহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা আগামী দিনের উদ্ভাবক ও চিন্তাবিদদের সন্ধান করবো, যারা নতুন বাংলাদেশ গড়ার অগ্রদূত হবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গণিত চর্চায় আরও উৎসাহী করতে এই আয়োজনকে সফল করার আহবান জানান।