মানিকগঞ্জে দুর্নীতি বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সমন্বিত জেলা কার্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লাহ। বিশষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ইন্তাজ উদ্দিন, প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ,সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, এ বি এম সামছুন্নবী তুলিপ,জিন্নতুল ইসলাম, হাফিজ উদ্দিন, মহিউদ্দিন আহমেদ।
প্রতিযোগিতায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।