কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশিতঃ মার্চ ১, ২০২৩ | ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বিভ্রাটে দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার (১ মার্চ) সচিব ফরিদ আহম্মদকে এই নির্দেশ দেন তিনি। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঘটা করে প্রকাশ করেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। কিন্তু এর চারঘণ্টা পর তা স্থগিত করা হয়। পরে আজ বুধবার রাতের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায় বুধবার বলেন, ‘আশা করছি রাত ১১-১২টার মধ্যে ফল প্রকাশ করতে পারব।’