অনৈতিক কাজে লিপ্ত থাকায় হোটেল থেকে নারীসহ আটক ১৬

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয় জন নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয় জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্রগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়। তিনি আরও জানান, সোমবার আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা দেয়া হয়েছে।