হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাঙামাটিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫ | ৬:০২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

হাতি ও মানুষ দ্বন্দ্ব নিরসনের কৌশল ও সুরক্ষা দল গঠনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ। আজ সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে রাঙামাটি বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কাছালং মুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির সম্মেলন কক্ষে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারি বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র, বরকল উপজেলার শুভলং ইউনিয়নের কাছালং মুখ বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, আইইউদিএন বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা আবু হুরাইরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পাহাড়ের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম প্রাণী বন্যহাতি। পর্যাপ্ত খাদ্য সংকট ও হাতের আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে স্থানীয় মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। তাই মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসন ও সুরক্ষা এবং আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতি সুরক্ষা টিম গঠন করা হয়েছে। এতে হাতিরা যেমন নিরাপদ থাকবে, তেমনি স্থানীয়দের জানমাল রক্ষা পাবে হাতির তাণ্ডব থেকে। একই সাথে পার্বত্য অঞ্চলের বন্যপ্রাণী রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন ও সুরক্ষা প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয়দের মধ্যে দশজনকে হাতির সুরক্ষা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের হ্যান্ড মাইক, টর্স, আলাদা পোশাক ও সার্টিফিকেট প্রদান করা হয়।