মুক্তি না দিলে চুক্তি বাতিল! ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫ | ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাসকে সব জিম্মি মুক্তির জন্য আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প তার এ সিদ্ধান্তের কথা জানান। এসময় ট্রাম্প বলেন, \"যদি সমস্ত জিম্মি মুক্তি না পায়, তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হতে পারে।\" বিশ্বব্যাপী ট্রাম্পের এই হুঁশিয়ারির এক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ বাড়ছে।