তাবলীগ জামাতের বিবদমান গ্রুপের শুরায়ে নেজামের জোবায়েরপন্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, সাদপন্থীরা \"শর্ত মেনেই ইজতেমা করতে যাচ্ছে, শর্তহীনভাবে নয়\"!
শুরায়ে নেজামের এমন দাবির পরিপ্রেক্ষিতে সাদপন্থীদের অন্যতম মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে বলেছেন, \"আমরা কোনো শর্ত মেনে বা নাকে খত দিয়ে বিশ্ব ইজতেমা করছি না। কে কি বলছে তাতে আমরা কান দেই না। আমরা আদি তাবলীগ জামাত। আমাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছিল তা থেকে আমরা এখন মুক্ত। আমরা আজীবন টঙ্গীর ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা করে যাবো।\"
শুরায়ে নেজামের অন্যতম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জনকণ্ঠকে বলেছেন, \"শর্ত মেনেই সাদপন্থীদের বিশ্ব ইজতেমা ময়দান হস্তান্তর করেছে গাজীপুর জেলা প্রশাসন। বিশেষ আলোচিত শর্তটি ছিল, আগামী বছর থেকে সাদপন্থীরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আর ইজতেমা করতে পারবেন না। এ বছর ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া সাদপন্থীদের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শেষ বিশ্ব ইজতেমা।\"
এমনসব বক্তব্যে দু\'পক্ষই সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি প্রেস রিলিজ পাঠিয়ে তাদের বক্তব্য পেশ করেছেন। শুরায়ে নেজাম বলছে, গণমাধ্যমকে ভুল তথ্য দিচ্ছে সাদপন্থীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা যে পরিপত্রটি তারা দেখাচ্ছে, সেই পরিপত্রটি জেলা প্রশাসক গাজীপুরকে মাঠ হস্তান্তরের জন্য দেওয়া হয়েছে, সাদপন্থীদের জন্য নয়। শর্তহীনভাবে সাদপন্থীরা ইজতেমা করবে—কোনো পরিপত্রে কোথাও এটি উল্লেখ করা হয়নি!
শুরায়ে নেজামের মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, \"৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সকল শর্ত এখনো বিদ্যমান রয়েছে। অর্থাৎ, তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ অনুসারীগণ) আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগী কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না! এমন শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমা করতে পারবেন সাদপন্থীরা!\"
তাহলে, এমন সব শর্তের আবর্তেই কি সাদপন্থীদের টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে?