অপারেশন ডেভিল হান্ট: ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | ৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ময়মনসিংহের ফুলপুরে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফুলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এটিএম মনিরুল হাসান টিটু ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুল হেকিম সরকারের ছেলে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।