সরাইলে অবৈধভাবে কৃষিজমির মাটিকাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবৈধভারে কৃষি জমির মাটি কাটার অভিযোগে জাকির হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল ১১ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার সিরাজুম মনিরা কায়ছান এর সরাইল থানার পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। অর্থদন্ড প্রাপ্ত জাকির হোসেন শাহবাজপুর গ্রামের হাজি আব্দুল জব্বারের ছেলে।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান বলেন, এই ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা ভঙ্গ করায় ১৫(১) ধারায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।